ভাইফোঁটায় ভাইকে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তাগুলি (Bengali Bhai Phota Wishes & Messages) (2023)

“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা”…ভাই কিংবা দাদা থাকার মজাটাই আলাদা! এমন একজন, যার সঙ্গে খুনসুটি করা যায়, যাকে ভরসা করে সব কথা বলা যায়, আবার যার কাছে সময়ে-অসময়ে বকুনিও খেতে হয় এমন মানুষটির জন্য বছরের একটা দিন তো বরাদ্দ করা যেতেই পারে, তাই না। ভাইফোঁটা হল তেমনই একটি দিন। এই দিনটি দাদা-ভাইদের স্পেশ্যাল খাতিরের দিন, তাদের বিশেষ আদর-যত্নের দিন। আজকাল রাখি, ফ্রেন্ডশিপ ডে, ব্রাদার্স ডে ইত্যাদির ভারী চল হয়েছে বটে, কিন্তু কালীপুজোর পরে সনাতন ভাইফোঁটার দিনটির জনপ্রিয়তা একটুও কম হয়নি। এখনও ভাইফোঁটার (Bhai Phota) দিনটিতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অফিসে অলিখিত ছুটি থাকে। তার আগে দোকানে-দোকানে ভিড় থাকে, ভাইদের জন্য উপহার কেনার ধুম থাকে, মিষ্টির দোকানে লম্বা লাইন থাকে…সব মিলিয়ে বেশ একটা উতসব উতসব ব্যাপার আর কী। কিন্তু সেসব তো চলতেই থাকবে। আজকাল তো মোবাইল এবং সোশ্যাল মিডিয়া বিনে কোনও পার্বণই সম্পূর্ণ হয় না, তাই ভাইফোঁটায় এই দুটি ব্যাপারের কোনও গুরুত্ব নেই, এমন ভাবাটাও অন্যায়। তাই এই প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি এমন কিছু ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা (Bhai Phota Wishes In Bengali) , যা এই ভাই ফোটায় তো বটেই, আপনাকে বাঁচাবে আরও অনেক আগামী ভাইফোঁটায়।

Table of Contents

  1. ভাইফোঁটার পুরাণকথা বা ইতিহাস (Mythological Story Behind Bhai Phota)
  2. ভাইফোঁটার কয়েকটি বাংলা এস এম এস (Bhaiphota SMS)
  3. ভাইফোঁটার হোয়াটস্অ্যাপ স্টেটাস (Bhai Phota Whatsapp Status)
  4. যাঁদের ভাই নেই, বোনই হয়ে উঠেছে ভাই তাঁদের হোয়াটস্অ্যাপ স্টেটাস কী হতে পারে? (Bhaiphota Wishes For Sister)
  5. ভাইদের নিয়ে বিখ্যাত কিছু উক্তি (Famous Quotes On Brothers)
  6. ভাইফোঁটায় ভাইদের উইশ (Bhai Phota Wishes For Brothers)

আরও পড়ুনঃহ্যাপি দিওয়ালির শুভেচ্ছা ও কোটস

ভাইফোঁটার পুরাণকথা বা ইতিহাস (Mythological Story Behind Bhai Phota)

ভাইফোঁটায় ভাইকে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তাগুলি (Bengali Bhai Phota Wishes & Messages) (1)

Instagram

ADVERTISEMENT

আমাদের দেশে যে-কোনও প্রাচীন উৎসবের পিছনেই কোনও না-কোনও পৌরাণিক কাহিনি খুঁজে পাওয়া যাবে এবং বলা বাহুল্য, ভাইফোঁটাও এর ব্যতিক্রম নয়। এই যে যমুনা দিল যমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা, এই লাইনদুটির মধ্যেই লুকিয়ে আছে ভাইফোঁটার (Bhai Phota) পৌরাণিক গল্প। যম এবং যমুনা, সূর্যদেবের দুই যমজ পুত্রকন্যা। তাঁদের মা সংজ্ঞা সূর্যদেবের তেজ সহ্য করতে না পেরে ছেলেমেয়ে এবং নিজের ছায়াকে সূর্যালোকে রেখে ফিরে যান পৃথিবীতে। ছায়া সুযোগ বুঝে হয়ে ওঠে সূর্যালোকের অধিশ্বরী এবং যম-যমুনাকে স্বর্গছাড়া করে। যম হন মৃত্যুপুরীর রাজা এবং যমুনা ঠাঁই পায় পৃথিবীতে, নদী হিসেবে। দীর্ঘদিন পরে একদিন যমুনা দাদাকে একদিন নিমন্ত্রণ করে নিজের গৃহে। যম আসেন বোনের বাড়িতে অনেক দিন পর। দাদাকে খাতির-যত্ন করে সেবা করেন যমুনা এবং তাঁর কপালে পরিয়ে দেন টিকা, তাঁকে কুনজরের হাত থেকে রক্ষা করার জন্য। সেই থেকে এই ফোঁটার চল। আজও সারা ভারতে বোনেরা তাদের ভাইদের সৌভাগ্যের জন্য তাদের কপালে এঁকে দেয় এই ফোঁটা(Bhai Phota Wishes In Bengali)।

ভাইফোঁটার কয়েকটি বাংলা এস এম এস (Bhaiphota SMS)

ভাইফোঁটায় ভাইকে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তাগুলি (Bengali Bhai Phota Wishes & Messages) (2)

Instagram

১| ভাই আমার বড় আদরের, তার জুড়ি মেলা ভার। বোন হয়ে আজ ধন্য আমি, পেয়ে সেরা উপহার।

ADVERTISEMENT

২|তুমি ভাল থেকো, সুস্থ থেকো, শুধু এই করি প্রার্থনা, তোমার জীবন হোক সুমধুর, এটাই আমার শুভ কামনা।

৩| ভাইফোঁটার শুভেচ্ছা (Bhai Phota Wishes) রইল, সুস্থ থেকো, ভাল থেকো।

৪| উইশ ইউ আ হ্যাপি ভাই ফোটা।

৫|এখনও পর্যন্ত তুই আমার বেস্ট ফ্রেন্ড। শুভ ভাইফোঁটা।

ADVERTISEMENT

৬| সারা পৃথিবী খুঁজলেও তোর মতো ভাল ভাই পাব না। শুভ ভাইফোঁটা

৭|আমি যখনই কঠিন পরিস্থিতিতে পড়েছি, তখনই তোকে পাশে পেয়েছি। হ্যাপি ভাইফোঁটা।

৮| জীবনের কঠিন সিদ্ধান্তগুলো তোকে ছাড়া নিতে পারতাম না। শুভ ভাইফোঁটা।

৯| জীবন অনেক সহজ হয়েছে, তুই ছিলি বলে। তোকে ছাড়া জীবন আমি ভাবতেই পারি না। ভাল থাকিস।

ADVERTISEMENT

১০|রসমালাই, রসগোল্লা, পান্তুয়া? না! কোনওটাই তোর থেকে বেশি মিষ্টি নয়। তুই আমার জীবনের সেরা সন্দেশ।

(Video) রায়ের ভিতর হাতি | Rayer Vitor Hati | Bangla Funny Video | Sofik & Sraboni | Moner Moto TV Comedy

১১| আজকের দিনে শুধু ভাইফোঁটার শুভেচ্ছা নয়, সারা বছরই তোর জন্য থাকবে অনেক অনেক ভালবাসা।

১২|তুই আমার জীবনে এমন একজন যাকে সবসময় শ্রদ্ধা করেছি, ভাল থাকিস। শুভ ভাইফোঁটা।

১৩| তোকে দেখেই তো কত কিছু শিখেছি জীবনে, তুই পাশে না থাকলে এতটা পথ চলতেই পারতাম না। হ্যাপি ভাইফোঁটা (Bhaiphota)।

ADVERTISEMENT

১৪|অনেক অনেক আদর নিস আমার। আর প্রাণভরা ভালবাসা। শুভ ভাইফোঁটা।

১৫| তোর জন্মদিনটা আমার জীবনের সেরা দিন। তাই শুধু ভাইফোঁটা নয়। বছরের প্রত্যেকটা দিনই আমরা সেলিব্রেট করব।

ভাইফোঁটার হোয়াটস্অ্যাপ স্টেটাস (Bhai Phota Whatsapp Status)

ভাইফোঁটায় ভাইকে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তাগুলি (Bengali Bhai Phota Wishes & Messages) (3)

Instagram

ADVERTISEMENT

১| তোর জন্মের পরই জীবনটা এক লহমায় বদলে গিয়েছিল। ভাল থাকিস। আনন্দে থাকিস।

২|তোকেই যে সবচেয়ে বেশি ভালবাসি, সেটা আবার কান মুলে বলে দিতে হবে?

৩| তোর জীবন আগের থেকেও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনা করি।

৪|এত সুখ আসুক তোর জীবনে (Bhai Phota Wishes), যাতে গুণে শেষ করতে না পারিস কোনওদিন। শুভ ভাই ফোটা।

ADVERTISEMENT

৫| গিফট চাই না। শুধু ভালবাসিস এমনটাই। ভাল থাকিস।

৬|বছরে একদিন ভাইফোঁটা হয়, প্রতিদিনের জীবনে তার সুধা রয়।

৭| ভাইয়ের শুভ কামনায় ঘরে ঘরে আজ দেবে ফোঁটা বোন মন্ত্র পরে।

৮|ভাইয়ের সাধনা বোনের কামনায় দীর্ঘায়ু হোক ভাইফোঁটার পরিচয়।

ADVERTISEMENT

৯| পূব আকাশে সূর্য হাসে সোনা ভরা সকালে, বোন আজ দেবে ফোঁটা ভাইয়ের কপালে।

১০|যমের দুয়ারে পরবে কাঁটা এমন শুভ দিনে, প্রেম প্রীতি ভালোবাসায় (Bhai Phota Wishes) রেখো বোনকে মনে।

১১| শুধু মনের আগল খুলে রাখা চাই, ভাই বিনা জীবনের কদর নাই।

১২|বিশ্ব জোড়া ভাই আছে, বোনের আদর পাবে সবার কাছে।

(Video) GTA 5 : GTA 5-এ জন্মদিনের জন্য ফ্র্যাঙ্কলিন কেনাকাটা! (GTA 5 Mods)

ADVERTISEMENT

১৩| ভাই বোনদের এই বন্ধনে, জীবন ভরুক নতুন আলোর সন্ধানে।

১৪|বোন কপালে দিল ফোঁটা, যমের দুয়ারে পরলো কাঁটা।

১৫| সারা জনমের এই সোনার বন্ধনে, ভাই ফোটা দেবে বোন মধু চন্দনে।

যাঁদের ভাই নেই, বোনই হয়ে উঠেছে ভাই তাঁদের হোয়াটস্অ্যাপ স্টেটাস কী হতে পারে? (Bhaiphota Wishes For Sister)

ভাইফোঁটায় ভাইকে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তাগুলি (Bengali Bhai Phota Wishes & Messages) (4)

ADVERTISEMENT

Instagram

১| এক বোন আমার ১০০ ভাইয়ের সমান। ভাল থাকিস, আনন্দে থাকিস।

২| বোন আমার যখের ধন। আগলে রাখি সারাজীবন।

৩| দিদি নাকি দাদা? তুই তো আমার জীবনে সব। আমার তো কখনও দাদা বা ভাইয়ের অভাব বোধ হয়নি!

ADVERTISEMENT

৪|ভাইফোঁটার দিন একদম মনখারাপ করবি না। আজ থেকে শুরু হোক আমাদের বোনফোঁটা।

৫| ভাইয়ের কপালে… থুড়ি বোনের কপালে দিলাম ফোঁটা। শুভ বোনফোঁটা।

৬| ভাই থাকলে তার জন্য যতটা মঙ্গলকামনা করতাম, তোর জন্যও তার থেকে কম কিছু করব না। ভাল থাকিস বোন।

৭|ভাই থাকলে অনেক বেশি ঝগড়া করত। তুই তো মিষ্টি একটা পুতুল। আদর নিস।

ADVERTISEMENT

৮| দাদা থাকলে যা যা আবদার মেটাত আমার, তুই তো কিছু বাকি রাখিসনি। কোনওদিন মনেই হয়নি, আলাদা করে কেন আমার দাদা নেই। দিদি, তুই তো আছিস…।

৯|বোন ছোট থেকেই ভাই ফোঁটার দিনটায় আমাদের বাড়িতে কোনও উৎসবের রেওয়াজ ছিল না। থাকবে কী করে? আমরা তো দুই বোন। কিন্তু এবার থেকে আমরাই সেলিব্রেট করব। রাজি?

১০| ভাগ্যিস তুই ছিলি দিদি (Bhai Phota Messages)। নাহলে প্রথম সিগারেট খাওয়া হোক বা প্রথম প্রেম, কার সঙ্গে শেয়ার করতাম? খুব ভাল থাকিস। ভাইফোঁটার, বোন আদর।

১১|ভাই বা দাদা থাকলে তোর থেকেও কি ভাল হত দিদি? আমি বাজি লাগাতে পারি, কখনও না!

ADVERTISEMENT

১২| দাদা থাকলে তোর থেকে অনেক বেশি বকত বোধহয়, তুই আমাকে কোনওদিন বকিসনি। তাই ভাইফোঁটায় তোকে অনেক শুভেচ্ছা (Bhai Phota Wishes)।

(Video) চরম লুকান এবং 100 বক্সের চ্যালেঞ্জের মধ্যে সন্ধান করুন | হাংরি বার্ডস

১৩|বোনের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। আজ এই মন্ত্রটা বললে, খুব একটা ভুল হবে না, বল?

১৪| আমার দাদা, দিদি, ভাই সবই তো তুই বোন। আজকের এই শুভদিনে প্রাণভরে তোকে আশীর্বাদ করি।

১৫|তোর পিঙ্ক শাড়িটা পরতে না দিলে কিন্তু গিফট দেব না, আর মঙ্গলকামনাও চাইবি না একদম। হা হা হা…। ভাল থাকিস দিদি।

ADVERTISEMENT

ভাইদের নিয়ে বিখ্যাত কিছু উক্তি (Famous Quotes On Brothers)

১| আমরা একে অপরের ভাই হয়ে পৃথিবীতে এসেছি। একসঙ্গে হাতে হাত রেখে পথ চলেছি। আবার একসঙ্গে যেন চলে যেতে পারি- উইলিয়াম শেক্সপিয়ার।

২| ভাই আমার সবচেয়ে ভাল বন্ধু এবং সবচেয়ে খারাপ প্রতিদ্বন্দ্বী। আমার ভরসার জায়গা। ঠিক যেন আমারই মতো- গ্রেগ লিভয়।

৩| ভাগ্য আমাদের ভ্রাতৃত্বের সম্পর্কে বেঁধেছে। কেউই এটা থেকে বেরতে পারব না। কেউই আলাদা ভাবে পথ চলতে পারব না। জীবনে আমরা একে অপরকে যা দেব, সেটাই আবার নিজেরাও ফেরত পাব- এডউইন মারখাম।

৪| ভগবানের দেওয়া একটা উপহার হল ভাই। যে সেরা বন্ধু হতে পারে। ভাই আসলে এমন এক বন্ধু, যাকে হৃদয় আপনা থেকেই পছন্দ করে নেয়- প্রোভার্ব।

ADVERTISEMENT

৫| ভাইদের (Famous Quotes on Brothers) সব সময় যে একে অপরকে কিছু বলতেই হবে, এমন নয়। একটা ঘরে বসে অন্যদের মধ্যে থেকেও তারা নিজেদের মতো করে কমর্ফটেবল হতেই পারে- লিওনার্দো দ্য ক্যাপ্রিও।

৬| আমি আমার ভাইয়ের ছায়ায় বেঁচেছি। আমি আমার ভাইয়ের উজ্জ্বলতাতে বাঁচি- মাইকেল মরপুরগো।

৭| ভাইয়ের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি আমি আপনাকে বলতে পারি, কিন্তু ওটা শেয়ার করা যায় না- জন কোরে হোয়লি।

৮| ভাইয়েরা কখনও একে অপরকে অন্ধকারে ঠেলে দিতে পারে না- জোলেন পেরি।

ADVERTISEMENT

৯| ভাই-বোনেরা শরীরের হাত, পায়ের মতোই অবিচ্ছেদ্য বা ক্লোজ- ভিয়েনামের প্রোভার্ব।

১০| ভাইয়েরা ঝগড়া করে কেন বলুন তো? একে অপরকে জড়িয়ে ধরার ওটা একটা অজুহাত মাত্র- জেমন প্যাটারসন।

১১| সকলেই জানেন, তোমার যদি একজন ভাই থাকে, তাহলে ঝগড়া হবেই- লিয়াম গালাঘের।

১২| ভাইয়ের প্রতি ভালবাসার মতো পৃথিবীতে আর কোনও ভালবাসা হয় না- অ্যাস্ট্রিড আলাউদা।

ADVERTISEMENT

১৩| ভাইয়েরা সত্যিই ভগবানের এক অদ্ভুত সৃষ্টি- জেন অস্টিন।

১৪| আমার কখনও ছোট ভাই ছিল না। তা নিয়ে আমার কষ্টও ছিল জীবনে- ড্যানিকা মেকেলার।

১৫| যদি জানতে চাও, বিয়ের পর স্ত্রী তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে, তাহলে লক্ষ্য কর, সে তার ছোট ভাইয়ের সঙ্গে কীভাবে কথা বলছে- স্যাম লিভেনসন।

ভাইফোঁটায় ভাইদের উইশ (Bhai Phota Wishes For Brothers)

ভাইফোঁটায় ভাইকে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তাগুলি (Bengali Bhai Phota Wishes & Messages) (5)

ADVERTISEMENT

Instagram

১| যদি হতো ফোঁটা (Bhaiphota) বছরে প্রতিদিন, জমতো আড্ডা খুশিতে চিরদিন। শুভ ভাইফোঁটা।

২| পায়নি যে ভাই বোনের মমতা, যে বোনের ভাই দেয়নি বিধাতা, ভাগ্য জেনেছে নীরবে মেনেছে তাদের মনের ব্যথা।

৩| যে ভাই বোন থাকে দূরে দূরেতে, প্রতীক্ষার ভোর হয় না কিছুতে, হয়ত এই দিনে তাদের জীবনে, পূবালী আসবে ভাইফোঁটার শুভক্ষণে।

ADVERTISEMENT

৪| প্রেম প্রীতি আর স্নেহ দিয়ে গড়া মোদের ভাই বোনের সম্পর্ক, এই বন্ধন, লক্ষ্য প্রাণের টানে হৃদয় মিলিয়ে ভালোবাসার দ্বীপ যাবো জ্বালিয়ে।

৫| জীবন যুদ্ধে যদি পরি কেউ পিছিয়ে, বেদনা কাতর চোখের জল দেবো মুছিয়ে। শুভ ভাই ফোটা।

৬| বছরে একদিন ভাইফোঁটা হয়, প্রতিদিনের জীবনে তার সুধা রয়, ভাইয়ের সাধনা (Bhai Phota Messages) বোনের কামনায় দীর্ঘায়ু হোক ভাইফোঁটার পরিচয়।

৭| জ্বালিয়ে প্রদীপ ডালা সাজিয়ে নিয়ে চন্দন আর চোখে কাজল দিয়ে, ভাইয়ের শুভ কামনায় ঘরে ঘরে আজ দেবে ফোঁটা বোন মন্ত্র পরে।

ADVERTISEMENT

৮| পূব আকাশে সূর্য হাসে সোনা ভরা সকালে, বোন আজ দেবে ফোঁটা ভাইয়ের কপালে।

৯| বিশ্ব জোড়া ভাই আছে, বোনের আদর পাবে সবার কাছে, শুধু মনের আগল খুলে রাখা চাই, ভাই বিনা জীবনের কদর নাই।

১০| ভাই বোনদের এই বন্ধনে জীবন ভরুক নতুন আলোর সন্ধানে, খুশির আশা জাগুক প্রাণে প্রেম প্রীতি ছড়িয়ে পড়ুক বিশ্বভুবনে।

১১| সকাল থেকে না খেয়ে বসে আছি, কখন আসবি হারামজাদা?

ADVERTISEMENT

১২| নতুন চাকরি পেয়েছিস, কী গিফট এনেছিস আগে বল, সেই বুঝে মন্ত্র বলব…। হা হা হা…।

১৩| ছোটবেলায় ফোঁটা (Bhai Phota) দেওয়ার পর আমরা একসঙ্গে খেতাম, মনে আছে ভাই? এই ভার্চুয়াল ভাইফোঁটাতেও তুই সে সব মানবি? পাগল কোথাকার।

১৪| ওরে নতুন জামা না পরিস, ভাল কিছু তো পর। বারমুডা পরে বসে কেউ ভাইফোঁটা নেয়?

১৫| বোতল কখন খুলবি দিদি? ভাইফোঁটা (Bhai Phota) বলে কথা! উল্লাস হবে কখন?

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

Top Articles
Latest Posts
Article information

Author: Lidia Grady

Last Updated: 02/06/2023

Views: 5878

Rating: 4.4 / 5 (45 voted)

Reviews: 84% of readers found this page helpful

Author information

Name: Lidia Grady

Birthday: 1992-01-22

Address: Suite 493 356 Dale Fall, New Wanda, RI 52485

Phone: +29914464387516

Job: Customer Engineer

Hobby: Cryptography, Writing, Dowsing, Stand-up comedy, Calligraphy, Web surfing, Ghost hunting

Introduction: My name is Lidia Grady, I am a thankful, fine, glamorous, lucky, lively, pleasant, shiny person who loves writing and wants to share my knowledge and understanding with you.